গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে রেকর্ড ২৬ হাজার ৯২৮ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ হাজার ১২৪ জনের।
সর্বোচ্চ মৃত্যুর তালিকায় শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি ও ফ্রান্স।
শুক্রবার পর্যন্ত স্পেনের মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ১২১। তবে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিল খুব দ্রুতই ফ্রান্সকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ফরাসিদের বর্তমান মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ৭১৪।
এদিকে মৃত্যুর হারে পঞ্চম হলেও আক্রান্তের দিক থেকে বিশ্বব্যাপী ব্রাজিলের অবস্থান দ্বিতীয়। যদিও শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র থেকে অনেক পিছিয়ে রয়েছে তারা। মার্কিন মুল্লুকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ১৮ লাখ।
বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, মে ৩০, ২০২০
এমএমএস