ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

প্রথম ইউরোপীয় দেশ হিসেবে ‘করোনামুক্ত’ মন্টেনিগ্রো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, মে ৩১, ২০২০
প্রথম ইউরোপীয় দেশ হিসেবে ‘করোনামুক্ত’ মন্টেনিগ্রো আড্রিয়াটিক সাগরের উপকূলে অবস্থিত ছবির মতো সুন্দর ছোট্ট দেশ মন্টেনিগ্রো। ছবি: সংগৃহীত

করোনা ভাইরাস মহামারিতে বিপর্যস্ত গোটা বিশ্ব। এরইমধ্যে প্রথম ইউরোপীয় দেশ হিসেবে করোনা ভাইরাসমুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে মন্টেনিগ্রো।

দেশটিতে গত প্রায় ২৭ দিন ধরে নতুন কোনো কোভিড-১৯ রোগী শনাক্ত হয়নি। প্রথম রোগী শনাক্ত হওয়ার দু’মাসেরও কম সময়ের মধ্যে কোভিড-১৯-মুক্ত হলো মন্টেনিগ্রো।

দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগী ৩২৪ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে নয়জনের এবং বাকি ৩১৫ জন পুরোপুরি সুস্থ হয়েছেন।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতেই কড়া বিধিনিষেধ আরোপ করে মন্টেনিগ্রো। আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে করে দেওয়া হয় সম্পূর্ণভাবে। গুরুত্ব দেওয়া হয় করোনা ভাইরাস পরীক্ষা ও সেলফ আইসোলেশনে। স্বাস্থ্যবিধি না মানলে জরিমানা আদায়ের ব্যবস্থাও রাখা হয়।

সংবাদমাধ্যম সিজিটিএন জানায়, ভাইরাস জয় করার পর এবার পর্যটন ব্যবস্থা চাঙ্গা করার চেষ্টা করছে দেশটি। এ গ্রীষ্মে ইউরোপের অন্য পর্যটনকেন্দ্রগুলো থেকে এগিয়ে থাকার লক্ষ্য মন্টেনিগ্রোর। ক্রোয়েশিয়ার পাশে আড্রিয়াটিক সাগরের উপকূলে অবস্থিত ছবির মতো সুন্দর ছোট্ট দেশ মন্টেনিগ্রোর প্রত্যাশা, এবারের পর্যটন মৌসুম একেবারে বিপর্যস্ত হয়ে যায়নি, ঘুরে দাঁড়ানো সম্ভব।

আসন্ন গ্রীষ্মের দিকে আশাবাদী দৃষ্টি রেখে মন্টেনিগ্রোর পর্যটনমন্ত্রী দামির দেভিদোভিচ বলেন, ‘এ বছর আগের বছরের মতোই হবে এমনটা আশা করতে পারি না আমরা। তবে আমি বিশ্বাস করি, সম্প্রতি যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গিয়েছে, তার চেয়ে ভালো দিন আসতে যাচ্ছে। ’

তবে সতর্ক থাকার জন্য মন্টেনিগ্রো শুধু সেসব দেশের পর্যটকদেরই প্রবেশের অনুমতি দেবে, যেসব দেশে প্রতি এক লাখ মানুষের মধ্যে আক্রান্তের সংখ্যা ২৫ জনের বেশি নয়।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, মে ৩১, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।