ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পরে চার স্বাস্থ্যকর্মী অ্যাম্বুলেন্স থেকে একটি মরদেহ নামিয়ে কবরে ছুঁড়ে ফেলে দেয় তারা। সেখানে উপস্থিত এক স্বাস্থ্যকর্তার অনুমতি নিয়েই মরদেহটি ছুঁড়ে ফেল দেয় ওই স্বাস্থ্যকর্মীরা।
পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রক নির্দেশিত বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ওই চার স্বাস্থ্যকর্মীদের দিকে। মরদেহ সম্পূর্ণ মাথা থেকে পা পর্যন্ত পলিথিনে মুড়িয়ে বহনের নির্দেশ থাকলেও শুধু সাদা কাপড়ে ঢেকে সেই দেহ আনা হয়।
এ বিষয়ে ইন্ডিয়া এগেনস্ট করপোরেশন নামে একটি সংস্থা জানায়, মরদেহের সঙ্গে অমানবিক আচরণ ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারার পরিপন্থী। এক্ষেত্রে অভিযুক্ত স্বাস্থ্যকর্মী এবং তাদের ঊর্ধ্বতনরা জরিমানাসহ শাস্তির মুখে পড়তে পারেন।
বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, জুন ০৮, ২০২০
এনটি