ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

‘ট্রাম্পের পক্ষে’ বিতর্কিত লেখা ছাপায় সাংবাদিকের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জুন ৮, ২০২০
‘ট্রাম্পের পক্ষে’ বিতর্কিত লেখা ছাপায় সাংবাদিকের পদত্যাগ

শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যা ঘটনায় বর্ণবাদ বিরোধী আন্দোলনে টালমাটাল এখন মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মাঝে এ আন্দোলনের বিপক্ষে রিপাবলিকান সিনেটরের বিতর্কিত এক লেখা প্রকাশের জেরে পদত্যাগ করেছেন মার্কিন সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইমসের’ সম্পাদকীয় পাতার সম্পাদক জেমস বেনেট।

সোমবার (৮ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।      
 
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর মিত্র আরকনাসাস অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর টম কটন ওই লেখায়, মার্কিন সংবিধানের ১৮০৭ ধারার ক্ষমতাবলে প্রেসিডেন্টকে জর্জ ফ্লয়েডের মৃত্যু ঘিরে দেশব্যাপী চলমান আন্দোলন দমনে সেনাবাহিনী নামানোর আহ্বান জানান।

 

গত ৩ জুন নিউ ইয়র্ক টাইমসে ওই লেখা প্রকাশ পাওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়য়। এর তীব্র সমালোচনা করেন পত্রিকাটির সাবেক একাধিক সাংবাদিক। কী করে এমন একটি লেখা প্রকাশ হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এরপর ৫ জুন নিউ ইয়র্ক টাইমস ওই লেখা প্রকাশ সংক্রান্ত একটি শুদ্ধি দিয়ে জানায়, লেখাটি আমাদের পত্রিকার মানের সঙ্গে যায় না। এটির প্রকাশ হওয়া উচিত হয়নি।  

এর পরপরই রোববার (৭ জুন) নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পাতার সম্পাদক জেমস বেনেট পদত্যাগ করেছেন বলে জানায় পত্রিকাটি।
  
এদিকে জেমস বেনেটের পদত্যাগ ইস্যুতে এক টুইটে এরই মাঝে নিউ ইয়র্ক টাইমসের সমালোচনা করে একদফা ঝাল মিটিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমাদের মহান সিনেটর টম কটনের অসাধারণ একটি লেখা প্রকাশের জেরে নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পাতার প্রধানকে পদত্যাগ করতে হয়েছে। নিউ ইয়র্ক টাইম একটি ভুয়া সংবাদপত্র।  

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জুন ০৮, ২০২০ 
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।