সোমবার (০৮ জুন) থেকে তার মৃতদেহ দর্শনার্থীদের জন্য গির্জায় রাখা আছে। সেখান থেকে ফ্লয়েডকে তার মায়ের কবরের পাশে চিরশায়িত করা হবে।
আফ্রিকান-আমেরিকান নাগরিক ফ্লয়েডের নির্মম মৃত্যুর শিকার হওয়ার দুই সপ্তাহ হয়ে গেছে। ২৫ মে, যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
২০ ডলারের একটি জালনোট ব্যবহারের অভিযোগে এক শ্বেতাঙ্গ পুলিশ ফ্লয়েডের গলায় হাঁটু দিয়ে ৮ মিনিটেরও বেশি সময় চেপে ধরে হত্যা করে। এরপরই বৈষম্যের শিকার হয়ে মৃত্যুবরণ করা কৃষ্ণাঙ্গ ফ্লয়েডের মৃত্যুতে একাট্টা হয়ে বর্ণ-বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে নামে আমেরিকার নাগরিকরা। দেশটির পাশাপাশি এমন ন্যাক্কারজনক ঘটনায় উত্তাল হয়ে ওঠে পুরো বিশ্বও।
বাংলাদেশ সময়: ০৩০৩ ঘণ্টা, জুন ১০, ২০২০
ইউবি