ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মারা গেলেন বুরুন্ডির প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৮ ঘণ্টা, জুন ১০, ২০২০
মারা গেলেন বুরুন্ডির প্রেসিডেন্ট বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজা

পূর্ব-আফ্রিকার দেশ বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজা আর নেই। ৫৫ বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যুবরণ করেছেন তিনি।

দেশটির সরকারের এক বিবৃতির ভিত্তিতে মঙ্গলবার (০৯ জুন) রাতে খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।  

বিবৃতিতে জানানো হয়, অসুস্থতাবোধ করায় শনিবার (০৬ জুন) প্রেসিডেন্ট ‍কুরুনজিজাকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার উন্নতিও হয়েছিল তার। তবে সোমবার (৮ জুন) কার্ডিয়াক অ্যারেস্ট করলে চেষ্টার পরও তাকে আর বাঁচানো যায়নি।  

২০১৫ সালে বুরুন্ডির ক্ষমতায় আসেন তিনি। ১৫ বছর ক্ষমতায় থাকার পর গত আগস্টে তার মেয়াদ শেষ হয়।

বাংলাদেশ সময়: ০৩৩৭ ঘণ্টা, জুন ১০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।