মঙ্গলবার (০৯ জুন) বিকেলে বন্দুকধারীরা দেশটির গুবিও জেলার প্রত্যন্ত গ্রাম বোর্নোতে প্রবেশ করে হত্যাকাণ্ড চালায় বলে জানানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি আরও জানায়, গ্রামটিতে ধ্বংসলীলা চালানো হয়েছে।
তবে এখনও কোনো গ্রুপ এই হামলার দাবি করেনি।
নিউজ অ্যাজেন্সি এএফপি জানিয়েছে, ৫৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে ৬৯ জনকে হত্যা করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
গণমাধ্যমটি আরও জানায়, জঙ্গিরা তাদের গতিবিধির বিষয়ে নিরাপত্তা বাহিনীর কাছে তথ্য ভাগাভাগি করার সন্দেহ করেছিল গ্রামবাসীদের।
বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, জুন ১০, ২০২০
ইউবি