বুধবার (১০ জুন) নতুন এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এর আগে প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছিল সেপ্টেম্বরে মানবদেহে করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকা পরীক্ষা চালাবে।
জনসন অ্যান্ড জনসন কোম্পানিটির বরাত দিয়ে একথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স।
১ বিলিয়ন ডোজের বেশি টিকা উৎপাদনে সক্ষমতা বাড়াতে কোম্পানিটি ইতোমধ্যে যুক্তরাষ্ট সরকারের সঙ্গে চুক্তিও করেছে।
বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান কোভিড-১৯ এর টিকা তৈরির চেষ্টা করে যাচ্ছে, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। বেশ কিছু প্রতিষ্ঠান টিকা তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছে। তবে এখন পর্যন্ত কোভিড-১৯ এর কোনো টিকা অনুমোদন পায়নি।
সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে ৪ লাখের বেশি মানুষ মারা গেছে।
মানবদেহে নিরাপত্তা ও ইমিউন রেসপন্সের ক্ষেত্রে টিকার প্রভাব দেখতে ১৮ থেকে ৫৫ বছর বয়সী এবং ৬৫ বছর ও তদুর্ধ্বো ১ হাজার ৪৫ জন মানুষের ওপর পরীক্ষা চালাবে জনসন অ্যান্ড জনসন। যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামে এ পরীক্ষা চালানো হবে।
বর্তমানে প্রায় ১০টি কোভিড-১৯ টিকা মানবদেহে পরীক্ষা চালানো হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন একটি নিরাপদ ও কার্যকর টিকা তৈরিতে ১২ থেকে ১৮ মাস সময় লাগে।
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জুন ১০, ২০২০
এমইউএম/এএ