বৃহস্পতিবার (১১ জুন) আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, করোনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১ লাখ ১৩ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে।
আন্তর্জাতিক পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডোমিটারের মতে, যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত ২০ লাখের মধ্যে এরই মাঝে প্রায় ৮ লাখ ১০ হাজার মানুষ সেরে উঠেছেন। বাদবাকিদের মধ্যে গুরুতর অবস্থায় আছেন ১৬ হাজারের কিছু বেশি মানুষ।
এদিকে চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ২ লাখে গিয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন স্বাস্থ্য সংস্থা ‘হার্ভার্ডস গ্লোবাল হেলথ ইন্সটিটিউট’র প্রধান আশিস ঝাঁ।
অধিক মানুষের নমুনা পরীক্ষার ফলে যুক্তরাষ্ট্রে এতো বেশি সংখ্যক করোনা শনাক্ত হচ্ছে বলে সংশ্লিষ্টদের মত। অন্যান্য দেশগুলোতে নমুনা পরীক্ষার সংখ্যা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক অনেক কম। সে কারণেই সে সব দেশে শনাক্তের সংখ্যাও কম দেখা যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জুন ১১, ২০২০
এইচজে