ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারেই থাকতে হবে এমপি পাপুলকে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জুন ১২, ২০২০
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারেই থাকতে হবে এমপি পাপুলকে

কুয়েতে গ্রেফতার বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আদেশ দিয়েছেন দেশটির পাবলিক প্রসিকিউশন।

বৃহস্পতিবার (১১ জুন) এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে আরব টাইমস।

তার বিরুদ্ধে মানবপাচার ও অর্থপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তদন্ত চালিয়ে যাচ্ছে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।

আরব টাইমস জানিয়েছে, রোববার (১৪ জুন) তার বিরুদ্ধে তদন্ত শেষ হওয়ার কথা রয়েছে।

মানবপাচার ও অর্থপাচারের অভিযোগে কুয়েতে পাপুলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জুন ১২, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।