শনিবার (১৩ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
ভারতে এ প্রথম একদিনে ১১ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।
করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য যথাক্রমে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্য প্রদেশ ও পশ্চিমবঙ্গ। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই শনাক্ত রোগী মোট ১ লাখ ১ হাজার ১৪১ জন এবং তাদের মধ্যে মারা গেছেন ৩ হাজার ৭১৭ জন। তামিলনাড়ুতে শনাক্ত রোগী মোট ৪০ হাজার ৬৯৮ জন এবং দিল্লিতে ৩৬ হাজার ৮২৪ জন। এ দু’টি রাজ্যে মৃত্যু হয়েছে যথাক্রমে ৩৬৭ এবং ১ হাজার ২১৪ জনের।
বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, জুন ১৩, ২০২০
এফএম