ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: ভারতে একদিনে ৩৮৬ মৃত্যুর রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জুন ১৩, ২০২০
করোনা: ভারতে একদিনে ৩৮৬ মৃত্যুর রেকর্ড ছবি: সংগৃহীত

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১১ হাজার ৪৫৮। এসময়ের মধ্যে এ রোগে ৩৮৬ জনের মৃত্যু হয়েছে। এ শনাক্ত ও মৃত্যুর সংখ্যা একদিনের ব্যবধানে সর্বোচ্চ।

শনিবার (১৩ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

ভারতে এ প্রথম একদিনে ১১ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৩ লাখ ৮ হাজার ৯৯৩ জন। তাদের মধ্যে মারা গেছেন মোট ৮ হাজার ৮৮৪ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৩৩০ জন।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য যথাক্রমে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্য প্রদেশ ও পশ্চিমবঙ্গ। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই শনাক্ত রোগী মোট ১ লাখ ১ হাজার ১৪১ জন এবং তাদের মধ্যে মারা গেছেন ৩ হাজার ৭১৭ জন। তামিলনাড়ুতে শনাক্ত রোগী মোট ৪০ হাজার ৬৯৮ জন এবং দিল্লিতে ৩৬ হাজার ৮২৪ জন। এ দু’টি রাজ্যে মৃত্যু হয়েছে যথাক্রমে ৩৬৭ এবং ১ হাজার ২১৪ জনের।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, জুন ১৩, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।