স্থানীয় সময় সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে জনস হপকিন্স এ তথ্য নিশ্চিত করে।
মঙ্গলবার (১৬ জুন) জনস হপকিন্সের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, শেষ খবর অনুসারে বিশ্বে এখন পর্যন্ত ৮০ লাখ ৫ হাজারের বেশি মানুষের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
জনস হপকিন্স জানায়, শনাক্তদের মধ্যে এখন পর্যন্ত ৪ লাখ ৩৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেরে উঠেছেন ৩৮ লাখের বেশি।
এ যাবৎ বিশ্বের ১৮৮ টি দেশে করোনা ছড়িয়ে পড়ার খবর মিলেছে। এর মধ্যে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে সবচেয়ে বেশি ভুক্তভোগী যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২১ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। সরকারি হিসেবে মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজারেরও বেশি মানুষের। অন্যদিকে ব্রাজিলে শনাক্তের সংখ্যা প্রায় ৯ লাখ। মৃত্যু হয়েছে ৪৪ হাজারের বেশি।
শনাক্তের তালিকায় এ দুই দেশের পরই শীর্ষে আছে যথাক্রমে রাশিয়া, ভারত ও যুক্তরাজ্য।
বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, জুন ১৬, ২০২০
এইচজে