ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: যুক্তরাষ্ট্রে কমছে মৃত্যু, শেষ ২৪ ঘণ্টায় ৩৮৫

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, জুন ১৬, ২০২০
করোনা: যুক্তরাষ্ট্রে কমছে মৃত্যু, শেষ ২৪ ঘণ্টায় ৩৮৫

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার তাণ্ডব পড়তির দিকে। দীর্ঘদিন শীর্ষ পর্যায়ে অবস্থানের পর গত কিছুদিন ধরে দেশটিতে এ ভাইরাসে নতুন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আগের চেয়ে তুলনামূলক অনেক কম। শীর্ষে থাকা অবস্থায় যেখানে দৈনিক গড়ে ২ থেকে আড়াই হাজার মানুষ মারা গেছে, সেখানে শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় নতুন করে মৃতের সংখ্যা ৪শ’র নিচে নেমে এসেছে। 

স্থানীয় সময় সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে মার্কিন গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয় জনস হপকিন্স জানায়, আগের ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় নতুন করে ৩৮৫ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন মৃত্যু হয় ৩৮২ জনের।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মার্চ মাসের পর এটিই একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় সর্বনিম্ন মৃত্যু। এ সপ্তাহের শুরুতেই দেশটিতে করোনার প্রকোপ অনেকটা কমে আসতে শুরু করে।  

করোনায় সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ভুক্তভোগী দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২১ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। সরকারি হিসেবে মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজারেরও বেশি মানুষের।  

এদিকে সার্বিকভাবে করোনা পরিস্থিতির অনেকটাই উন্নতি হলেও যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঙ্গরাজ্যে এ ভাইরাসের সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী। এর মধ্যেই দেশটির কঠোর লকডাউন ও বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে, খুলে দেওয়া হচ্ছে ব্যবসা-বাণিজ্য। এতে আবারও করোনা বড় আকারে মাথা চাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা অনেকের।  

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, জুন ১৬, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।