ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস দেশটির সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১৮ জুন) চীনা হেফাজত থেকে ওই ১০ ভারতীয় সেনাকে ফিরিয়ে দেওয়া হয় বলেও জানানো হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) থেকে বৃহস্পতিবার পর্যন্ত পর পর তিন দফায় ভারত ও চীনের মেজর জেনারেল পর্যায় কঠোর সমঝোতার পর ওই ১০ ভারতীয় সেনা মুক্তি পায়।
ভারতীয় এক সেনা কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, নিয়ম অনুযায়ী মুক্তি পাওয়ার পর ভারতীয় সেনাদের মেডিক্যাল টেস্ট করা হয়েছে এবং তাদের কাছ থেকে প্রাথমিকভাবে ঘটনার সংক্ষিপ্ত বিবরণী নেওয়া হয়েছে।
১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের পর এবারই প্রথম ভারতীয় সেনাদের বন্দি করেতে পেরেছে চীনা সেনাবাহিনী।
এদিকে ভারতীয় সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, গালওয়ান উপত্যকায় চীন-ভারত সংঘর্ষে তাদের কোনো সেনা সদস্য নিখোঁজ হয়নি। তবে চীনের হেফাজতে থাকা ১০ সেনা সদস্যের ব্যাপারে কিছু জানায়নি তারা।
লাদাখে চীনা সৈন্যদের সঙ্গে সংঘর্ষের সময় ভারতের কর্নেল পদমর্যাদার একজনসহ ২০ সেনা নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছিল আরও ৭৬ জন। তারা প্রত্যেকেই দেশটির সেনাবাহিনীর সদস্য। আহতদের মধ্যে ১৮ জন লেহের হাসপাতাল এবং বাকি ৫৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জুন ১৯, ২০২০
জেআইএম