ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: ভারতে একদিনে সর্বোচ্চ ৪৪৫ মৃত্যু, শনাক্ত সোয়া ৪ লাখ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জুন ২২, ২০২০
করোনা: ভারতে একদিনে সর্বোচ্চ ৪৪৫ মৃত্যু, শনাক্ত সোয়া ৪ লাখ

ভারতে দিন দিন করোনা সংক্রমণ আরও খারাপের দিকে মোড় নিচ্ছে।  শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় রেকর্ড ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। একদিনের ব্যবধানে এটিই এখন পর্যন্ত ভারতে সর্বোচ্চ মৃত্যু। 

এদিকে শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১৪ হাজার ৮২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে ভারতে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ২৫ হাজার ২৮২ জনে।

 

সোমবার (২২ জুন) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাদ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এসব তথ্য জানায়।  

খবরে বলা হয়, সরকারি হিসেবে শনাক্ত সোয়া ৪ লাখের মধ্য থেকে ভারতে এখন পর্যন্ত করোনায় ১৩ হাজার ৬৯৯ জনের মৃত্যু হয়েছে। সেরে উঠেছেন ২ লাখ ৩৭ হাজার ১৯৬ জন। বিপরীতে এখনও অসুস্থ আছেন ১ লাখ ৭৪ হাজার ৩৮৭ জন।  

এদিকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়া ক্রমে ক্রমে করোনা নতুন হটস্পট হয়ে উঠছে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক মহল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট দেশগুলোতে কঠোর বিধিনিষেধ নিশ্চিতের আহ্বান জানিয়েছে তারা।  

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, জুন ২২, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।