বিশ্বস্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে দেশটির সরকারের এক যৌথ জরিপে বিষয়টি ওঠে এসেছে।
গার্ডিয়ান এক খবরে জানায়, দেশটির জনস্বাস্থ্যকর্মীরা বলছেন- সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে বহুজাতিক তামাকজাত পণ্য প্রতিষ্ঠানের ব্যাপক হস্তক্ষেপ থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
এক জরিপে দেখা গেছে, জর্ডানে প্রতি ১০ জনের মধ্যে আটজনের বেশি পুরুষ ই-সিগারেটসহ নিকোটিন পণ্য নিয়মিত ব্যবহার করেন। আর যারা ধূমপান করেন, তারা গড়ে প্রতিদিন ২৩টি সিগারেট ফোঁকেন।
ই-সিগারেট এবং অন্যান্য ধোঁয়াবিহীন পণ্য বাদ দিয়ে গবেষণায় দেখা গেছে যে, ৬৬ শতাংশ জর্ডানি পুরুষ এবং ১৭ শতাংশের বেশি নারী ধূমপায়ী রয়েছেন দেশটিতে, যা ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে গেছে।
এ বিষয়ে আম্মানের কিং হোসেন ক্যান্সার সেন্টারের প্রধান ফিরাস আল-হাওয়ারি বলেন, ধূমপানের বর্তমান হার খুব উচ্চমাত্রায় বিপদজনক এবং ভবিষ্যতে জনস্বাস্থ্য বিপর্যয়ের কারণ।
বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, জুন ২৪, ২০২০
ইইউডি/এসআরএস