ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আমেরিকায় একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জুন ২৬, ২০২০
আমেরিকায় একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড

মার্কিন যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘণ্টায় প্রায় ৪০ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে মহামারি শুরু হওয়ার পর থেকে এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। 

শুক্রবার (২৬ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।  

খবরে বলা, হয়, রয়টার্স সংবাদ সংস্থার টালি অনুসারে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুন) যুক্তরাষ্ট্রে ৩৯ হাজার ৮১৮ জনের করোনা শনাক্ত হয়।

 

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাস, আলাবামা, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, আইডাহো, মিসিসিপি, মিসৌরি, নেভাডা, ওকলাহোমা, দক্ষিণ ক্যালিফোর্নিয়া ও ওয়াইমিং অঙ্গরাজ্যে রেকর্ড সংখ্যক করোনা শনাক্ত হয়েছে।  

পরিসংখ্যান বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের টালি অনুসারে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২৫ লাখেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। সরকারি হিসেবে এর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ১ লাখ ২৭ হাজার মানুষের। সেরে উঠেছেন সাড়ে ১০ লাখের কিছু বেশি। মৃত্যু ও শনাক্তের দিক থেকে যুক্তরাষ্ট্র সারা বিশ্বের মধ্যে শীর্ষে রয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, জুন ২৬, ২০২০
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।