শুক্রবার (২৬ জুন) মেক্সিকো সরকারের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
মেক্সিকোর স্বাস্থ্য বিভাগ জানায়, শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ৭৩৬ জনের মৃত্যু হয়েছে।
এদিকে এরই মাঝে দেশটির অর্থমন্ত্রী আরতুরো হেরেরা করোনা পজিটিভ হয়েছেন। তার উপসর্গ তেমন গুরুতর নয়। এ অবস্থায় আইসোলেশনে গিয়ে বাসা থেকেই কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।
মেক্সিকোতে প্রথম করোনা শনাক্ত হয় ২৮ ফেব্রুয়ারি। মার্চের শেষের দিকে দেশটি লকডাউনের দিকে যায়। লকডাউনে বিলম্ব করা ও দ্রুত তা তুলে নেওয়ার জন্য মেক্সিকোর সমাজতন্ত্রী প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেজ ওব্রাদার সমালোচিত হচ্ছেন।
করোনার ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর মাঝেই চলতি মাসের শুরুর দিকে ব্যবসা প্রতিষ্ঠান পুনরায় খুলে দেয় মেক্সিকো সরকার।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুন ২৬, ২০২০
এইচজে