শুক্রবার (২৬ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
চে গুয়েভারার ওই জন্মভিটার বর্তমান মালিক আর্জেন্টাইন ব্যবসায়ী ফ্রান্সিসকো ফাররুজা জানান, ২০০২ সালে তিনি রোজারিও শহরকেন্দ্রে নিও-ক্ল্যাসিকাল ধাঁচের একটি ভবনে ২ হাজার ৫৮০ স্কয়ার ফিটের ওই অ্যাপার্টমেন্টটি কেনেন।
কতো টাকায় চে গুয়েভারার এ জন্মভিটা বিক্রি করবেন এ ব্যাপারে এখনও কিছু জানাননি ফাররুজা।
বছরের পর বছর ধরে চের এই জন্মস্থানটি মানুষের কাছে আগ্রহের বিষয়। বিশ্বের নানা প্রান্ত থেকে স্বনামধন্য অনেকেই এ জায়গাটি পরিদর্শনে যান।
১৯২৮ সালে এই জায়গাতেই সম্ভ্রান্ত এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন আর্নেস্তো চে গুয়েভারা। ১৯৬৭ সালে বলিভিয়ায় গেরিলা যুদ্ধকালে দেশটির সেনাবাহিনীর হাতে ধরা পড়ে প্রাণ হারান তিনি।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জুন ২৬, ২০২০
এইচজে