ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৭শ’ কি.মি. দীর্ঘ, ১৭ সেকেন্ড স্থায়ী বিদ্যুচ্চমক!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জুন ২৭, ২০২০
৭শ’ কি.মি. দীর্ঘ, ১৭ সেকেন্ড স্থায়ী বিদ্যুচ্চমক!

সম্প্রতি এ যাবৎকালের সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রমকারী ও দীর্ঘস্থায়ী বিদ্যুচ্চমকের নতুন রেকর্ড ঘোষণা করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডাব্লিউএমও)। সবচেয়ে বেশি দৈর্ঘ্যের ওই বিদ্যুচ্চমকের ঘটনা ঘটেছে ব্রাজিলে। এর দৈর্ঘ্য ছিল ৭০০ কিলোমিটারেরও বেশি। অন্যদিকে সবচেয়ে দীর্ঘস্থায়ী বিদ্যুচ্চমকের ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনায়। এটির স্থায়ীত্বকাল ছিল ১৭ সেকেন্ড। 

শুক্রবার (২৬ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  

ডাব্লিউএমওর বরাত দিয়ে খবরে বলা হয়, ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ৭শ’ কিলোমিটার দীর্ঘ ওই ‘মেগাফ্ল্যাশ’ বিদ্যুচ্চমকের ঘটনাটি ঘটে ২০১৯ সালের ৩১ অক্টোবর।

এটির ব্যাপ্তি যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে সুইজারল্যান্ডের বাসেল শহরের দূরত্বের সমান। এটি আগের সর্বোচ্চ রেকর্ডের দ্বিগুণেরও বেশি দৈর্ঘ্যের।  

অন্যদিকে আর্জেন্টিনায় সবচেয়ে দীর্ঘস্থায়ী বিদ্যুচ্চমকের ঘটনাটিও গত বছরই ঘটে বলে জানিয়েছে ডাব্লিউএমও। ২০১৯ সালের ৪ মার্চ আর্জেন্টিনার উত্তরাঞ্চলে ওই বিদ্যুচ্চমক হয়। এটির প্রকৃত স্থায়ীত্বকাল ছিল ১৬.৭৩ সেকেন্ড।  

এর আগের সর্বোচ্চ দৈর্ঘ্যের বিদ্যুচ্চমকটি ছিল ৩২১ কিলোমিটারের। ২০০৭ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে ওই বিদ্যুচ্চমক হয়। অন্যদিকে এর আগের সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী বিদ্যুচ্চমকটি ছিল ৭.৭৪ সেকেন্ডের। এটি ২০১২ সালে দক্ষিণ ফ্রান্সে রেকর্ড করা হয়।  

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুন ২৭, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।