শুক্রবার (২৬ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ডাব্লিউএমওর বরাত দিয়ে খবরে বলা হয়, ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ৭শ’ কিলোমিটার দীর্ঘ ওই ‘মেগাফ্ল্যাশ’ বিদ্যুচ্চমকের ঘটনাটি ঘটে ২০১৯ সালের ৩১ অক্টোবর।
অন্যদিকে আর্জেন্টিনায় সবচেয়ে দীর্ঘস্থায়ী বিদ্যুচ্চমকের ঘটনাটিও গত বছরই ঘটে বলে জানিয়েছে ডাব্লিউএমও। ২০১৯ সালের ৪ মার্চ আর্জেন্টিনার উত্তরাঞ্চলে ওই বিদ্যুচ্চমক হয়। এটির প্রকৃত স্থায়ীত্বকাল ছিল ১৬.৭৩ সেকেন্ড।
এর আগের সর্বোচ্চ দৈর্ঘ্যের বিদ্যুচ্চমকটি ছিল ৩২১ কিলোমিটারের। ২০০৭ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে ওই বিদ্যুচ্চমক হয়। অন্যদিকে এর আগের সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী বিদ্যুচ্চমকটি ছিল ৭.৭৪ সেকেন্ডের। এটি ২০১২ সালে দক্ষিণ ফ্রান্সে রেকর্ড করা হয়।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুন ২৭, ২০২০
এইচজে