গত বুধবার (২৪ জুন) বিদেশি বিনিয়োগের জন্য আরও কিছু শিল্প খাত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। জানানো হয়, ব্রোকারেজ, ফিউচার কম্পানি এবং জীবন বীমা প্রতিষ্ঠানগুলোতে বিদেশি মালিকানা অর্জনের ক্ষেত্রে যেসব বাধা ছিল তা শিথিল করে দেওয়া হয়েছে।
চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি) এক বিবৃতিতে জানায়, যেসব শিল্প খাতে বৈদেশিক মালিকানায় বিধিনিষেধ ছিল সেসব খাতের সংখ্যা ৪০ থেকে কমিয়ে ৩৩ করা হলো। গত বছরও এ সংখ্যা কমানো হয়েছিল। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য অর্থনীতি আরও খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কোম্পানিগুলো বরাবরের মতোই অভিযোগ তুলে আসছে চীনের বাজারে প্রবেশ তাদের জন্য অনেক কঠিন। বিভিন্নভাবেই অন্যায্য আচরণের শিকার হচ্ছে।
এনডিআরসির এক মুখপাত্র বলেন, এ পদক্ষেপ প্রমাণ করছে চীন বহির্বিশ্বের কাছে নিজেকে আরও খুলে দিতে প্রস্তুত আছে।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জুন ২৮, ২০২০
এনটি