ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিদেশি বিনিয়োগ টানতে নানা পদক্ষেপ নিচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জুন ২৮, ২০২০
বিদেশি বিনিয়োগ টানতে নানা পদক্ষেপ নিচ্ছে চীন

ঢাকা: করোনা পরবর্তী সময়ে দেশের অর্থনীতি জাগিয়ে তুলতে প্রণোদনার পাশাপাশি বিদেশি বিনিয়োগ টানতে নানা পদক্ষেপ নিচ্ছে চীন। 

গত বুধবার (২৪ জুন) বিদেশি বিনিয়োগের জন্য আরও কিছু শিল্প খাত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। জানানো হয়, ব্রোকারেজ, ফিউচার কম্পানি এবং জীবন বীমা প্রতিষ্ঠানগুলোতে বিদেশি মালিকানা অর্জনের ক্ষেত্রে যেসব বাধা ছিল তা শিথিল করে দেওয়া হয়েছে।

 

চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি) এক বিবৃতিতে জানায়, যেসব শিল্প খাতে বৈদেশিক মালিকানায় বিধিনিষেধ ছিল সেসব খাতের সংখ্যা ৪০ থেকে কমিয়ে ৩৩ করা হলো। গত বছরও এ সংখ্যা কমানো হয়েছিল। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য অর্থনীতি আরও খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কোম্পানিগুলো বরাবরের মতোই অভিযোগ তুলে আসছে চীনের বাজারে প্রবেশ তাদের জন্য অনেক কঠিন। বিভিন্নভাবেই অন্যায্য আচরণের শিকার হচ্ছে।  

এনডিআরসির এক মুখপাত্র বলেন, এ পদক্ষেপ প্রমাণ করছে চীন বহির্বিশ্বের কাছে নিজেকে আরও খুলে দিতে প্রস্তুত আছে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জুন ২৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।