ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনায় মৃত্যু ৫ লাখ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, জুন ২৯, ২০২০
করোনায় মৃত্যু ৫ লাখ ছাড়িয়েছে করোনা মৃত মৃতদেহ নিয়ে চলেছে স্বাস্থ্যকর্মীরা: ছবি-সংগৃহীত

ঢাকা: সারা বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ১ কোটির বেশি।

রোববার (২৮ জুন) রাতে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া কোভিড-১৯ রোগে আক্রান্ত এবং মৃত্যু, দুই দিকেই শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটিতে প্রায় ২৫ লাখ ৯৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার ১৫২ জনের।  

আক্রান্তর দিক দিয়ে দেশটির পরে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত ও যুক্তরাজ্য।  

যে চীন থেকে রোগটি ছড়িয়েছে তাদের অবস্থান এখন ২২ নম্বরে (আক্রান্ত মানুষের সংখ্যার ওপর ভিত্তি করে তৈরি করা তালিকায় অবস্থান)।

বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, জুন ২৯, ২০২০
এমইউএম/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।