সোমাবর (২৯ জুন) থাইল্যান্ডভিত্তিক গণমাধ্যম ব্যাংকক পোস্ট এমন তথ্য জানায়।
চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে বিশ্বজুড়ে প্রায় ৫ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
চীনা সেনাবাহিনীতে ব্যবহারের অনুমতি দেওয়া ভ্যাকসিনটি ক্যানসিনো এবং বেইজিং ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি যৌথভাবে তৈরি করেছে।
ক্যানসিনো বায়োলজিস বলছে, চীনা সেনাবাহিনীর করোনার ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে ভালো ফল পাওয়া গেছে। এটি ২৫ জুন থেকে এক বছরের জন্য ব্যবহারের অনুমতি দিয়েছে চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশন।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জুন ২৯, ২০২০
এইচএডি/