বুধবার (১ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
খবরে বলা হয়, ভারতে এখন পর্যন্ত সরকারি হিসেবে করোনায় ১৭ হাজার ৪০০ জনের প্রাণহানি হয়েছে।
ভারতের স্বাস্থ্য বিভাগ জানায়, শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১৮ হাজার ৬৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরিসংখ্যান বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটার জানায়, ভারতে এখন পর্যন্ত শনাক্তদের মধ্যে এরই মাঝে সাড়ে ৩ লাখের মতো সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ এখনও অসুস্থ সোয়া ২ লাখের মতো। এদের মধ্যে গুরুতর অসুস্থ প্রায় ৯ হাজার।
এদিকে কিছুদিন আগেই বিশেষজ্ঞরা সতর্কতা জানিয়ে বলেছেন, বর্ষা মৌসুমে, অর্থাৎ জুলাই ও আগস্টের মধ্যে ভারতে করোনা সংক্রমণ পিকে (সর্বোচ্চ সীমা) পৌঁছাবে।
সার্বিকভাবে করোনার প্রকোপ বেড়ে চললেও জুনের শুরুর দিকে অর্থনৈতিক ধস কাটাতে ভারত লকডাউন শিথিল করে। এরপর থেকে সেখানে করোনা আরও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুলাই ০১, ২০২০
এইচজে