শুক্রবার (০৩ জুলাই) এ ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
খবরে বলা হয়, কুখ্যাত এক আসামিকে ধরতে অভিযানে যায় উত্তর প্রদেশের পুলিশের সদস্যরা।
যেখানে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে সেটি উত্তর প্রদেশের রাজধানী লখনৌ থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত।
বিকাশ দুবে নামে ওই সন্ত্রাসীকে গ্রেফতারে তিনটি পুলিশ স্টেশন থেকে পুলিশ সদস্যরা অভিযানে যান। রাজনৈতিক মদদপুষ্ট এ সন্ত্রাসীর বিরুদ্ধে ৬০টির মতো অভিযোগ রয়েছে। সম্প্রতি একটি হত্যাকাণ্ডে তার নাম আসার পর এ অভিযান চালানো হয়।
কানপুর পুলিশ প্রধান দিনেশ কুমার বলেন, আমাদের অভিযানের লক্ষ্য ছিল ওই সন্ত্রাসীকে গ্রেফতার করা। কিন্তু অভিযানে যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা হামলার শিকার হন। তিনদিক থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এটা ছিল সম্পূর্ণ পরিকল্পিত।
সন্ত্রাসী হিসেবে বিকাশ দুবের ইতিহাস বেশ পুরোনো। তার বিরুদ্ধে হত্যা, অপহরণসহ অসংখ্যা অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০২০
এইচএডি/