শুক্রবার (৩ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানায়। গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) প্রদেশের হাপাকান্ত অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
খবরে বলা হয়, বরাবরের মতোই বৃহস্পতিবার খনি থেকে জেড পাথর সংগ্রহ করছিলেন শ্রমিকরা। এরই এক পর্যায়ে ওই ভূমিধসের ঘটনা ঘটে। কাদামাটির বিশাল স্তূপের নিচে চাপা পড়েন শ্রমিকরা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজে মিয়ানমার দমকল বাহিনী জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের জেরে ওই ভূমিধস হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে ১৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতাবস্থায় ৫৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য খিন মং মিন্ত জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। ভারী বর্ষণের ফলে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে।
প্রশাসনের অবহেলার কারণে হাপাকান্ত এলাকায় প্রায়ই ভূমিধসসহ বিভিন্ন দুর্ঘটনা ঘটে বলে খবরে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জুলাই ০৩, ২০২০
এইচজে