ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জুলাই ৩, ২০২০
আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো ভারত

করোনা ভাইরাসের কারণে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত বাড়িয়েছে ভারত। তবে এসময়ের মধ্যে বেসামরিক বিমান চলাচল সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) যেসব ফ্লাইট এবং কার্গো চলাচলে অনুমতি দেবে সেগুলো কার্যক্রম পরিচালনা করতে পারবে।

ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) বরাত দিয়ে শুক্রবার (০৩ জুলাই) এসব তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংস্থাটি বলছে, কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রয়োজনে আন্তর্জাতিক নির্দিষ্ট কিছু রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া যেতে পারে।

ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন ২৬ জুন ঘোষণা দিয়েছিল, করোনা ভাইরাসের কারণে ১৫ জুলাই পর্যন্ত ভারত থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকবে। এখন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হলো।

চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়া করোনা ভাইরাসে ভারতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ হাজার ২৪১ জনের। এতে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ২০৫ জন। সুস্থ হয়েছেন ৩ লাখ ৮০ হাজার ৩৭৪ জন।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জুলাই ০৩, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।