স্থানীয় সময় শুক্রবার (৩ জুলাই) সকালে এদুয়ার্দ ফিলিপ্পি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দেখা করে ওই পদত্যাগপত্র জমা দেন বলে প্রেসিডেন্ট কার্যালয়ের এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে।
খবরে বলা হয়, সংক্ষিপ্ত ওই বিবৃতিতে ঠিক কী কারণে এদুয়ার্দ ফিলিপ্পি সরকার পদত্যাগ করেছে তা উল্লেখ করা হয়নি।
বিবিসির খবরে জানানো হয়, এরই মাঝে ম্যাক্রো নতুন সরকারকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে মধ্য-ডানপন্থী রাজনীতিক, বর্তমান মেয়র জ্যঁ কাস্তেক্সের নাম তুলেছেন। তবে নতুন সরকার আসার আগ পর্যন্ত এদুয়ার্দ ফিলিপ্পি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
প্রেসিডেন্টশাসিত ফ্রান্সে ৫ বছরের মেয়াদকালে সরকার বদলের ঘটনা নতুন কিছু নয়।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জুলাই ০৩, ২০২০
এইচজে