ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা রোগে মৃত্যু হয়েছে ৬১৩ জনের এবং মোট মৃত্যুর সংখ্যা ১৯ হাজার ২৬৮টি। আর সেরে যাওয়া রোগীদের সংখ্যা ৪ লাখ ৯ হাজার ৮৩ হস।
করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা বৃদ্ধির বিষয়ে অল ইন্ডিয়া ইনস্টিটিউটস অব মেডিক্যাল সায়েন্সেস’র (এআইআইএমএস) পরিচালক ডা. রণদীপ গুলেরিয়া বলেছেন, ভারতে কোভিড-১৯’র সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
শনিবারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের রেকর্ড বৃদ্ধির কথা জানিয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ২ লাখ ১২ হাজার ২৩৬টি নতুন সংক্রমণের কথা জানিয়েছে। সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতেই।
ভারতের সবচেয়ে ক্ষতিগ্রস্থ রাজ্য মহারাষ্ট্রে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৭৪ নতুন সংক্রমণের ফলে দুই লাখ ছাড়িয়েছে। এরাজ্যেই ভারতের সবচেয়ে বেশি কোভিড-১৯ সংক্রমণ হয়েছে, তারপরেই রয়েছে তামিলনাড়ু, দিল্লি এবং গুজরাট।
এদিকে, পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পশ্চিমবঙ্গে শনিবার একদিনে সবচেয়ে বেশি কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির ঘটনা ঘটেছে। একদিনে প্রাণঘাতী করোনায় ১৯ জন মারা গেছেন এবং আরও ৭৪৩ জন কোভিড-১৯ পজিটিভ হয়েছেন বলে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য বিভাগ। রাজ্যটিতে মোট মৃত্যুর সংখ্যা ৭৩৬ জন, সংক্রমণের সংখ্যা ২১ হাজার ২৩১।
উত্তর-পূর্ব ভারতেও কোভিড-১৯ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। শনিবারে আসামে একদিনে রেকর্ড সংখ্যক সংক্রমণ ঘটেছে। ১ হাজার ২০২টি নতুন সংক্রমণের ফলে আসামে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। এদিন রিপোর্ট হওয়া নতুন সংক্রমণের ৭৭৭টিই শুধু গুয়াহাটি থেকে। উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম শহর গুয়াহাটিতে গত ১০ দিনে প্রায় ৩ হাজার সংক্রমণ ঘটেছে।
এ মুহূর্তে সারাবিশ্বে করোনা ভাইরাসে তৃতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্থ দেশ রাশিয়ার চেয়ে মাত্র ৮০০ সংক্রমণ দূরে আছে ভারত।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
এমকেআর