ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে একদিনেই করোনা আক্রান্ত প্রায় ২৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, জুলাই ৫, ২০২০
ভারতে একদিনেই করোনা আক্রান্ত প্রায় ২৫ হাজার প্রতীকী ছবি

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা নতুন রেকর্ড গড়েছে ভারতে। রোববার (৫ জুলাই) সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সকাল আটটা থেকে শুরু করে ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮৫০ জনের মধ্যে নতুন সংক্রমণ ঘটেছে। আর মোট করোনা সংক্রমণের সংখ্যা এখন ৬ লাখ ৭৩ হাজার ১৬৫ জন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা রোগে মৃত্যু হয়েছে ৬১৩ জনের এবং মোট মৃত্যুর সংখ্যা ১৯ হাজার ২৬৮টি। আর সেরে যাওয়া রোগীদের সংখ্যা ৪ লাখ ৯ হাজার ৮৩ হস।

এ নিয়ে টানা নবম দিন ভারতে করোনা ভাইরাস সংক্রমণ ১৮ হাজারের বেশি বেড়েছে প্রতিদিন।  

করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা বৃদ্ধির বিষয়ে অল ইন্ডিয়া ইনস্টিটিউটস অব মেডিক্যাল সায়েন্সেস’র (এআইআইএমএস) পরিচালক ডা. রণদীপ গুলেরিয়া বলেছেন, ভারতে কোভিড-১৯’র সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।  

শনিবারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের রেকর্ড বৃদ্ধির কথা জানিয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ২ লাখ ১২ হাজার ২৩৬টি নতুন সংক্রমণের কথা জানিয়েছে। সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতেই।

ভারতের সবচেয়ে ক্ষতিগ্রস্থ রাজ্য মহারাষ্ট্রে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৭৪ নতুন সংক্রমণের ফলে দুই লাখ ছাড়িয়েছে। এরাজ্যেই ভারতের সবচেয়ে বেশি কোভিড-১৯ সংক্রমণ হয়েছে, তারপরেই রয়েছে তামিলনাড়ু, দিল্লি এবং গুজরাট।  

এদিকে, পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পশ্চিমবঙ্গে শনিবার একদিনে সবচেয়ে বেশি কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির ঘটনা ঘটেছে। একদিনে প্রাণঘাতী করোনায় ১৯ জন মারা গেছেন এবং আরও ৭৪৩ জন কোভিড-১৯ পজিটিভ হয়েছেন বলে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য বিভাগ। রাজ্যটিতে মোট মৃত্যুর সংখ্যা ৭৩৬ জন, সংক্রমণের সংখ্যা ২১ হাজার ২৩১।

উত্তর-পূর্ব ভারতেও কোভিড-১৯ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। শনিবারে আসামে একদিনে রেকর্ড সংখ্যক সংক্রমণ ঘটেছে। ১ হাজার ২০২টি নতুন সংক্রমণের ফলে আসামে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। এদিন রিপোর্ট হওয়া নতুন সংক্রমণের ৭৭৭টিই শুধু গুয়াহাটি থেকে। উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম শহর গুয়াহাটিতে গত ১০ দিনে প্রায় ৩ হাজার সংক্রমণ ঘটেছে।

এ মুহূর্তে সারাবিশ্বে করোনা ভাইরাসে তৃতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্থ দেশ রাশিয়ার চেয়ে মাত্র ৮০০ সংক্রমণ দূরে আছে ভারত।  

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।