সোমবার (৬ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
খবরে বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় সরকারি হিসেবে মেক্সিকোতে করোনায় নতুন করে আরও ৫২৩ জনের মৃত্যু হয়েছে।
মেক্সিকোর স্বাস্থ্য বিভাগ আরও জানায়, শেষ দিনে দেশটিতে নতুন করে ৬ হাজার ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সেখানে মোট ২ লাখ ৫২ হাজার ১৬৫ জনের করোনা শনাক্ত হলো।
এর আগে সরকার জানিয়েছে, করোনায় প্রকৃত আক্রান্তের সংখ্যা শনাক্ত মানুষের চেয়ে আরও অনেক বেশি হতে পারে।
সম্প্রতি মেক্সিকোভিত্তিক সংবাদমাধ্যম মিলেনিও দেশটির সিভিল রেজিস্ট্রি বিভাগের অপ্রকাশিত তথ্যের বরাত দিয়ে জানায়, জুনের ১৯ তারিখ পর্যন্ত স্বাস্থ্য প্রতিমন্ত্রী হুগো লোপেজ গাটেল করোনায় মৃত্যুর যে পরিসংখ্যান দিয়েছেন এ ভাইরাসে প্রকৃত মৃত্যুর সংখ্যা তার প্রায় দ্বিগুণ।
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুলাই ০৬, ২০২০
এইচজে