ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: রাশিয়াকে টপকে তৃতীয় শীর্ষে উঠে গেলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, জুলাই ৬, ২০২০
করোনা: রাশিয়াকে টপকে তৃতীয় শীর্ষে উঠে গেলো ভারত

ভারতে দিন দিন করোনা ভাইরাসের তাণ্ডব বেড়েই চলেছে। এরই মাঝে প্রায় ৭ লাখ শনাক্ত নিয়ে রাশিয়াকে টপকে অধিক সংক্রমিত দেশের তালিকায় তৃতীয় শীর্ষে চলে গেছে দেশটি। 

সোমবার (৬ জুলাই) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।   

খবরে বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ২৪ হাজার ২৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্য দিয়ে সেখানে মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৪১৩ জনে।  

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ৪২৫ জনের। এ নিয়ে সেখানে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৬৯৩ জনে গিয়ে ঠেকেছে।   

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সম্প্রতি ভারতে ব্যাপক হারে করোনা প্রকোপ বৃদ্ধি পেয়েছে। মহারাষ্ট্র প্রদেশে সংক্রমিতের সংখ্যা সবচেয়ে বেশি। এরপরই আছে যথাক্রমে তামিল নাড়ু, দিল্লি, উত্তর প্রদেশ, তেলেঙ্গানা ও কর্নাটক।  

এদিকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সংক্রমণ বৃদ্ধি পেলেও করোনা থেকে সেরে ওঠার হার আশাব্যঞ্জক। বর্তমানে দেশটিতে করোনা জয় করে ফিরে আসা মানুষের সংখ্যা ৬০.৮৫ শতাংশ।  

আন্তর্জাতিক পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডোমিটার জানায়, ভারতে এখন করোনায় ভুগছেন এমন মানুষের সংখ্যা আড়াই লাখের কিছু বেশি। এর মধ্যে গুরুতর অবস্থায় আছেন ৯ হাজারের মতো মানুষ।  

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, জুলাই ০৬, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।