রোববার (৫ জুলাই) এক ভার্চ্যুয়াল সভায় ভারতের উপ-রাষ্ট্রপতি ভেংকাইয়া নাইডু ওই অ্যাপটির উদ্বোধন করেন।
এলিমেন্টসকে বলা হচ্ছে ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় ‘সোশ্যাল মিডিয়া সুপার অ্যাপ’।
প্রথমে গুগল প্লে অথবা অ্যাপেল স্টোর থেকে ওই অ্যাপ ডাউনলোড করতে হবে। সেটিতে বিভিন্ন আকর্ষণীয় ফিচার রয়েছে। ক্যামেরায় থাকছে ইন-বিল্ড ফিল্টার ও অগমেন্টেড রিয়ালিটি ফিগার। পাওয়া যাবে বিভিন্ন খবরের আপডেট।
এদিকে এক লাখের বেশি মানুষ অ্যাপটি ডাউনলোড করে ফেলেছেন। এই অ্যাপের মাধ্যমেও ফেসবুকের মতোই বন্ধু-পরিবার-পরিজনদের সঙ্গে যোগাযোগ করা যাবে।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুলাই ০৬, ২০২০
নিউজ ডেস্ক