ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আমেরিকায় মাঝ আকাশে দুই প্লেনের সংঘর্ষ, ৮ জন নিহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জুলাই ৬, ২০২০
আমেরিকায় মাঝ আকাশে দুই প্লেনের সংঘর্ষ, ৮ জন নিহতের আশঙ্কা

মার্কিন যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে মাঝ আকাশে সংঘর্ষে দুটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে  ৮ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।  

সোমবার (৬ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।  

খবরে বলা হয়, আইডাহোর কিউটিনাই কাউন্টির কোওর ডালেন লেকের ওপরে ওই দুই প্লেনের সংঘর্ষ হয়।

বিধ্বস্ত হয়ে দুটি প্লেনই জলাশয়ে ডুবে গেছে।  

কিউটিনাই পুলিশ বিভাগের কর্মকর্তা লেফটেন্যান্ট রায়ান হিগিন্স বলেন, দুর্ঘটনার পরপরই আমাদের কাছে খবর আসে। বিধ্বস্ত প্লেন দুটি জলাশয়ে ডুবে যাওয়ার আগে আগে আমরা দুজনের মরদেহ উদ্ধার করি। দুই প্লেনের আরও ৬ আরোহীর সন্ধান এখনও পাওয়া যায়নি। তারা কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে শিশুও আছে বলে জানান তিনি।  

দুর্ঘটনার কারণ ও দুই প্লেনে ঠিক কতোজন আরোহী ছিলেন, এসব ব্যাপারে বিস্তারিত জানতে তদন্ত চলছে।  

হিগিন্স জানান, জলাশয় থেকে বিধ্বস্ত প্লেন দুটি উদ্ধারে অন্তত এক থেকে দুই দিন সময় লাগবে।  

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র ইয়ান গ্রেগর নিশ্চিত করেছেন, দুর্ঘটনার শিকার একটি প্লেন ছিল সেসনা-২০৬ মডেলের। তদন্ত কর্মকর্তারা এখন পর্যন্ত প্লেন দুটির মডেল নিশ্চিত হতে পারেননি।  

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জুলাই ০৬, ২০২০
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।