ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে করোনায় মৃত্যু ২০ হাজার ছাড়িয়ে গেলো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জুলাই ৭, ২০২০
ভারতে করোনায় মৃত্যু ২০ হাজার ছাড়িয়ে গেলো

ভারতে দিন দিন রুদ্রমূর্তি ধারণ করছে করোনা ভাইরাস। দেশটিতে প্রতিদিনই যেন পাল্লা দিয়ে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃতের মিছিল। সরকারি হিসেবে শেষ ২৪ ঘণ্টায় এখানে করোনায় নতুন করে আরও ৪৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে ভারতে করোনায় মৃত্যু ২০ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। একই দিনে এখানে করোনা শনাক্তের সংখ্যাও ৭ লাখের সীমানা টপকে গেছে বলে জানিয়েছে তারা। 

মঙ্গলবার (৭ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।  

খবরে বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আরও ২২ হাজার ২৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্য দিয়ে দেশটিতে করোনা শনাক্তের সংখ্যা ৭ লাখের সীমানা টপকে গেছে। মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ১৯ হাজার ৬৬৫ জনে।  

অন্যদিকে সর্বশেষ মৃত ৪৬৭ জনসহ সরকারি হিসেবে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ১৬০ জনে।  

এর আগে সোমবারই (৬ জুলাই) করোনা শনাক্তের দিক দিয়ে রাশিয়াকে টপকে অধিক সংক্রমিত দেশের তালিকায় তৃতীয় শীর্ষে চলে গেছে ভারত। গত ৩ মাসের মধ্যে শেষ মাসেই ভারতে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে।  

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সম্প্রতি ভারতে ব্যাপক হারে করোনা প্রকোপ বৃদ্ধি পেয়েছে। মহারাষ্ট্র প্রদেশে সংক্রমিতের সংখ্যা সবচেয়ে বেশি। এরপরই আছে যথাক্রমে তামিল নাড়ু, দিল্লি, উত্তর প্রদেশ, তেলেঙ্গানা ও কর্নাটক।  

আন্তর্জাতিক পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডোমিটার জানায়, শনাক্তদের মধ্যে ভারতে এখন পর্যন্ত করোনায় ভুগছেন এমন মানুষের সংখ্যা ২ লাখ ৬০ হাজারের কিছু বেশি। এর মধ্যে গুরুতর অবস্থায় আছেন প্রায় ৯ হাজার।  

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুলাই ০৭, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।