ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সন্দেহভাজন দুই সন্ত্রাসী মুম্বাইয়ে প্রবেশের চেষ্টা করছে: মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১০
সন্দেহভাজন দুই সন্ত্রাসী মুম্বাইয়ে প্রবেশের চেষ্টা করছে: মুখ্যমন্ত্রী

মুম্বাই: আসন্ন ঈদুল ফিতর ও গনেশ চতুর্থীতে নাশকতা সৃষ্টি করতে সন্দেহভাজন দুই সন্ত্রাসী মুম্বাই শহরে অনুপ্রবেশের চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী অশোক চাবান।

তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাজ্যের সম্ভাব্য নিরাপত্তা হুমকি সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে

এনডিটিভির খবর অনুযাযী, এরই মধ্যে সন্দেহভাজন দুই সন্ত্রাসীর ছবি প্রকাশ করেছে মহারাষ্ট্রের প্রাদেশিক সরকার।



তাদের নাম কলিমুদ্দিন খান ওরফে রামেশ্বর পণ্ডিত ও হাফিজ শারি বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। তারা পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈইবার সদস্য বলে ধারণা করা হচ্ছে।

মুম্বাইয়ের যুগ্ম পুলিশ কমিশনার হিমাংশু রায় জানান, বিদেশী বংশোদ্ভুত ওই দুই সন্ত্রাসী ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান ও বড় ধরনের জনসমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে মুম্বাইয়ে প্রবেশে চেষ্টা করছে। তাদের অনুপ্রবেশ ঠেকাতে ইতিমধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের চিহ্নিত করতে জনবহুল স্থানগুলোতে বসানো হয়েছে কোজ সার্কিট ক্যামেরা।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।