ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আইএস অনলাইনে সন্ত্রাসী নিয়োগের চেষ্টা করছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, জুলাই ১০, ২০২০
আইএস অনলাইনে সন্ত্রাসী নিয়োগের চেষ্টা করছে

কোভিড-১৯ মহামারির মধ্যে অনলাইনে সদস্য যোগাড় করে নিজেদের আরও শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে জঙ্গি সংগঠন আইএস। এজন্য গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে কীভাবে কার‌্যক্রম চালানো যায়, সে কৌশলও শেখাচ্ছে তারা।

সম্প্রতি ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর এক বৈঠকে এমন তথ্য ওঠে এসেছে বলে দেশটির গণমাধ্যমের প্রতিবেদন বলছে।
 
মে মাসে প্রকাশিত আইএস-এর সঙ্গে যুক্ত 'দ্য সাপোর্টারস সিকিউরিটি' নামে একটি সাইবার সিকিউরিটি ম্যাগাজিন সামাজিক যোগাযোগ মাধ্যমে কী সাবধানতা অবলম্বন করা উচিত, যার মাধ্যমে গোয়েন্দা সংস্থারগুলোকে ফাঁকি দেওয়া যায়, তার বর্ণনা দেয়।

২৪ পৃষ্ঠার ওই ম্যাগাজিন স্মার্টফোন এবং কম্পিউটার ব্যবহার করার সময় কীভাবে সতর্ক হতে হবে তাও বর্ণনা করে। এরপর থেকেই সন্ত্রাসী সংগঠনের অনলাইন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, জুলাই ১০, ২০২০
ইইউডি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।