হিউস্টনে চীনা কনস্যুলেট ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার (২২ জুলাই) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
এদিকে যুক্তরাষ্ট্রের এ নির্দেশের তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, চীনকে মঙ্গলবার (২১ জুলাই) জানানো হয়েছে যেন ৭২ ঘণ্টার মধ্যে কনস্যুলেট বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনা ‘চরম উসকানিমূলক’। যদি যুক্তরাষ্ট্র তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে না নেয় তবে চীন প্রতিশোধ নেবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের ইনটেলেকচুয়াল প্রপার্টি এবং প্রাইভেট ইনফরমেশন রক্ষা করতেই কনস্যুলেট বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীন করোনা ভাইরাসের টিকা গবেষণা হ্যাকিং করার চেষ্টা করছে। হ্যাকিংয়ে জড়িত থাকার জন্য যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ দুজন চীনা নাগরিককে ইতোমধ্যে অভিযুক্ত করেছে।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
এইচএডি/