ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে বেলুচ সম্প্রদায়ের পাকিস্তান বিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
যুক্তরাজ্যে বেলুচ সম্প্রদায়ের পাকিস্তান বিরোধী বিক্ষোভ বেলুচিস্তানে ক্রমবর্ধমান মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্যের ব্রাহ্ম সংহতি কমিটি। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ডেথ স্কোয়াড এবং পাকিস্তানি আধাসামরিক বাহিনীর হাতে বেলুচিস্তানে বালুচ নারীদের হত্যার বিরুদ্ধে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্যের ব্রাহ্ম সংহতি কমিটি।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়।

বেলুচিস্তানে ক্রমবর্ধমান মানবাধিকার লঙ্ঘন এবং হরনাইয়ে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে কায়সার চালগারির ৯ বছরের মেয়ে নাজ বিবিসহ তার পরিবারকে হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দিচ্ছিলেন বিক্ষোভকারীরা।

বালুচ ন্যাশনাল মুভমেন্ট ইউকে জোনের সভাপতি হাকিম বেলুচ বলেছেন, ‘যুক্তরাজ্যের বেলুচ সম্প্রদায় বেলুচিস্তানে পাকিস্তানের সামরিক কর্মকাণ্ড এবং ডেথ স্কোয়াডের তীব্র নিন্দা জানায়। ’

বেলুচিস্তান রাজি জ্রুমবেশের নেতা আবদুল্লাহ বেলুচ বলেছেন, ‘বেলুচিস্তানে বিপর্যয় ও সন্ত্রাস সৃষ্টির জন্য সেখানে ডেথ স্কোয়াড দিয়েছে পাকিস্তান। তারা নিরীহ বেলুচ নারীদের হত্যা করে এবং বাড়িতে আক্রমণ করে পুরো বালুচ সম্প্রদায়কে ভয় দেখাতে চায় যাতে লোকেরা নিরাপত্তাহীনতায় ভোগে। ’

বেলুচিস্তান প্রদেশের বিপুলসংখ্যক রাজনৈতিক কর্মী, বুদ্ধিজীবী, নারী ও শিশুকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। তাদের অনেকে বন্দিশিবিরে রয়েছেন এবং অপহৃত এ বেলুচদের কয়েকজনের ছিন্নভিন্ন মরদেহ বিভিন্ন স্থানে পাওয়া গেছে।

ইউরোপ ও বিশ্বের অন্য অঞ্চলে আশ্রয় নেওয়া বিপুলসংখ্যক বেলুচ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন বাড়াতে এবং বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘন বন্ধে পাকিস্তান ও এর আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর ওপর চাপ সৃষ্টি করতে বিক্ষোভ অব্যাহত রেখেছে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।