করোনা পরিস্থিতি কিছুটা সামলে নিয়ে প্রথমবারের মতো একক দেশ হিসেবে মঙ্গলগ্রহের উদ্দেশে মহাকাশ যান পাঠিয়েছে চীন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) মঙ্গলের উদ্দেশে যাত্রা করে চীনের জনহীন রকেট Long March 5 Y-4।
আগামী বছরের ফেব্রুয়ারিতে এটি মঙ্গলগ্রহে পা রাখবে বলে আশা করা হচ্ছে। ৯০ দিন ধরে মঙ্গলগ্রহের চারপাশে ঘুরে তথ্য সংগ্রহ করবে এটি।
আমেরিকান, ইউরোপীয় এবং ভারতীয়- আটটি মহাকাশ যান বর্তমানে মঙ্গল গ্রহ প্রদক্ষিণ করছে অথবা এর পৃষ্ঠদেশে অন্যান্য মিশন বা পরিকল্পনায় যুক্ত রয়েছে।
বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
এসআই