ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মাস্ক পরতে বলার জবাব দিলেন বন্দুকে! 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
মাস্ক পরতে বলার জবাব দিলেন বন্দুকে!  ভিনসেন্ট স্ক্যাভিতা। ছবি- সংগৃহীত

করোনা মহামারির মধ্যেও মাস্ক না পরেই ‘ওয়ালমার্ট’র একটি স্টোরে কেনাকাটা করছিলেন এক যুবক। পাশ থেকে আরেক ক্রেতা তাকে মাস্ক পরতে অনুরোধ জানান।

কিন্তু দুঃখিত হওয়া তো দূরের কথা, উল্টো বন্দুক উঁচিয়ে অনুরোধকারী ওই ব্যক্তিকেই শাসালেন মাস্ক না পরা যুবক। এই ঘটনায় ওই যুবককে পরে গ্রেফতার করেছে পুলিশ।  
 
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জুলাই) মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলীয় পাম বিচ শহরে এ ঘটনা ঘটে।  

শুক্রবার (২৪ জুলাই) পাম বিচ পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ২৮ বছর বয়সী গ্রেফতার ওই যুবকের নাম ভিনসেন্ট স্ক্যাভিতা। অননুমোদিত জায়গায় আগ্নেয়াস্ত্র প্রদর্শনপূর্বক মানুষকে লাঞ্ছনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।  

ভিনসেন্টকে গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের অফিসিয়াল পেজে পাম বিচ পুলিশ বিভাগ লেখে, ‘পাম বিচ কাউন্টি কারাগারে স্বাগত্ম বৎস। এবারে তোমার শিক্ষা হোক। ’

বাংলদেশ সময়: ১২৫২ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।