ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনা কনস্যুলেটের ভেতর মার্কিন গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
চীনা কনস্যুলেটের ভেতর মার্কিন গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হিউস্টনের চীনা কনস্যুলেটের ভেতরে ঢুকে পড়েছেন মার্কিন গোয়েন্দা বাহিনী ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সিএনএন জানায়, শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কনস্যুলেটের ভেতরে ঢুকে পড়েন তারা।

এর আগে গোয়েন্দাবৃত্তির অভিযোগ এনে ৭২ ঘণ্টার মধ্যে টেক্সাস অঙ্গরাজ্যের ওই কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।

শুক্রবার বিকেলে বেশ কয়েকটি ইউএসভি কালো গাড়ি, ট্রাক, দু’টি সাদা রংয়ের ভ্যান কনস্যুলেটের ভেতরে ঢুকতে দেখা গেছে। এসময় বাইরে বহু মানুষ ও ক্যামেরা হাতে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের ভিড় করতে দেখা যায়।

মার্কিন কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, ‘টেক্সাসের একটি গবেষণা প্রতিষ্ঠানের জালিয়াতি তদন্তে কনস্যুলেটের সম্পৃক্ততা পাওয়া গেছে। চীনা ওই কনস্যুলেটের কর্মকর্তারা গবেষকদের সঙ্গে সরাসরি যোগাযোগে জড়িত ছিলেন এবং কোন তথ্য সংগ্রহ করবেন সে বিষয়ে তাদের দিকনির্দেশনা দিচ্ছিলেন। ’

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।