ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামরনের ঈদ শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১০
ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামরনের ঈদ শুভেচ্ছা

লন্ডন: ব্রিটিশ প্রধানমন্ত্রী জেমস ক্যামেরন ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, “ঈদ একটি বিশেষ সময়! এটা শুধু উৎসব অনুষ্ঠানই নয়, এ সময় অন্য কোনো কিছু চাওয়ারও সময়!”

শুভেচ্ছা বার্তায় তিনি ব্রিটিশ মুসলিমদের উদ্দেশ্যে বলেন, “পরিবারের সদস্য হয়ে, বন্ধুপরিজন হয়ে ব্রিটেনে মুসলিমরা রমজান মাস শেষে ঈদ উদযাপন করেন।

আমি সবার প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি!”

তিনি বলেন, “ব্রিটেনের জনগণ পাকিস্তানের বন্যার্ত মানষের পাশে এসে দাঁড়িয়েছে। পাকিস্তানের বন্যায় ক্ষয়ক্ষতি আমাদের সবাইকে শোকাহত করেছে। কিন্তু দুর্দশাগ্রস্ত মানুষের প্রতি সহযোগিতার দৃশ্য দেখে আমি অভিভূত হয়েছি!

ব্রিটিশ প্রধানমন্ত্রী আরো বলেন, “এবারের ঈদ আমরা বিশেষভাবে উপভোগ করতে চাই! সেই সাথে চাই, আমাদের সবার ভাবনা সাফল্যে পরিণত হবে!”

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।