চীনের জিনজিয়াং প্রদেশে উইগুর ও অন্য সংখ্যালঘু মুসলমান জনগোষ্ঠীর ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন-নিপীড়ন করছে চীনা সরকার।
স্ট্র্যাটনিউজ গ্লোবালকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রভিত্তিক উইগুর হিউম্যান রাইটস প্রজেক্টের নির্বাহী পরিচালক ওমার ক্যানাট বলেন, চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের উইগুরদের কোনো প্রয়োজন নেই।
তাদের চাওয়া উইগুরদের ভূমি জিনজিয়াং। কেননা প্রদেশটিতে প্রায় ৩০ বিলিয়ন টন তেল এবং ১০ হাজার বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস রয়েছে। তাছাড়া, সেখানে কয়লা, তামা ও সোনার বিশাল মজুদ রয়েছে।
ক্যানাট বিশ্বাস করেন, জিনজিয়াংয়ে যা হচ্ছে, তা গণহত্যা।
জিলজিয়াংয়ে নির্যাতিত মুসলমানদের সাহায্য করার জন্য পর্যাপ্ত উদ্যোগ না নেওয়ায় মুসলিম বিশ্বের সমালোচনা করেন ক্যানাট। তিনি ভারতের কাছেও সাহায্য চেয়েছিলেন এটি উল্লেখ করে যে, ভারত প্রতিবেশী রাষ্ট্র এবং উইগুরে ভারতীয় সভ্যতার প্রভাব রয়েছে এখনো।
আরও পড়ুন: জিনজিয়াংয়ে যা হচ্ছে তা ‘গণহত্যা’
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
এফএম