ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিস্তিনি মসজিদে আগুন দিয়েছে ইহুদিবাদীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০২০
ফিলিস্তিনি মসজিদে আগুন দিয়েছে ইহুদিবাদীরা ফিলিস্তিনি মসজিদে আগুন দিয়েছে ইহুদিবাদীরা

ঢাকা: ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি মসজিদে আগুন দিয়েছে ইহুদিবাদীরা।
 
সোমবার (২৭ জুলাই) আল-বিরেহ শহরের একটি মসজিদে চরমপন্থি ইহুদিরা আগুন দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ফিলিস্তিনের কয়েকটি সূত্র জানায়, শহরটি জেরুজালেম আল-কুদস শহর থেকে ১৫ কিলোমিটার উত্তরে। মসজিদে আগুন লাগানোর আগে ইহুদিবাদী সন্ত্রাসীরা আরব ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্ণবাদী স্লোগান দেয়। মসজিদে আগুন দেখে স্থানীয় লোকজন ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় নিন্দা জানিয়ে ফিলিস্তিনের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, এর মাধ্যমে তেল আবিবের বর্ণবাদী চরিত্র আবারও প্রকাশ হলো।

বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।