ভারতে গত ২৪ ঘণ্টায় ৫২ হাজার ১২৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৮৩ হাজার ৭৯২।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭৭৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে এ রোগে মারা গেছেন ৩৪ হাজার ৯৬৮ জন। তাছাড়া, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লাখ ২০ হাজার ৫৮২ জন।
ভারতে গত এক সপ্তাহে দৈনিক ৪৫ হাজারেরও বেশি রোগী শনাক্ত হয়েছে।
করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও গুজরাট।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
এফএম