ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবা শরীফে নতুন গিলাফ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
কাবা শরীফে নতুন গিলাফ কাবা শরীফ/ ছবি: সংগৃহীত

কাবা শরীফে নতুন গিলাফ পরানো হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাতে এ গিলাফ পরানো হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সৌদি আরবভিত্তিক গণমাধ্যম সৌদি গেজেট এ তথ্য জানায়।

খবরে বলা হয়, কিং আবদুল আজিজ কমপ্লেক্সের সার্বিক সহযোগিতায় পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগ কাবার নতুন গিলাফ পরিবর্তন সম্পন্ন করে।

পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগের উপ প্রধান এবং কিং আবদুল আজিজ কমপ্লেক্সের ডিরেক্টর আহমেদ বিন মুহাম্মেদ আল মানসুরী। তিনি এক বিবৃতিতে বলেন, পবিত্র কাবায় নতুন গিলাফ পরানো হয়েছে।

তিনি আরও বলেন, গিলাফটি তৈরিতে ৬৭০ কিলোগ্রাম কালো বর্ণের কাঁচা রেশম, ১২০ কিলোগ্রাম স্বর্ণ ও ১০০ কিলোগ্রাম রুপার সুতা ব্যবহার করা হয়।
প্রতিবছর জিলহজের ৯ তারিখ পবিত্র কাবার গিলাফ পরিবর্তন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।