ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

জম্মু ও কাশ্মীরে তিন ‘জঙ্গি’ সহযোগী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জুলাই ৩১, ২০২০
জম্মু ও কাশ্মীরে তিন ‘জঙ্গি’ সহযোগী গ্রেপ্তার গ্রেপ্তার তিন জঙ্গি সহযোগী

জম্মু ও কাশ্মীরে তিন জঙ্গি সহযোগীকে গ্রেপ্তার করা বন্ডিপোড়া পুলিশ। গত বুধবার (২৯ জুলাই) তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন— আবরার গুলজার, মোহাম্মদ ওয়াকার ও মুনির আহমদ শেখ। তারা বন্ডিপোড়া, চিত্ত বন্দ্য ও কুইল মুকামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

জম্মু ও কাশ্মীরের বন্ডিপোরা জেলায় সন্ত্রাসীদের সহায়তা দেওয়ার পাশাপাশি এই তিনজন নানান অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানায় পুলিশ।

গ্রেপ্তারদের কাছ থেকে বেআইনি সামগ্রী জব্দ করা হয়েছে বলে বিবৃতিতে জানায় পুলিশ।

সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।