ভারতে গত ২৪ ঘণ্টায় ৫৭ হাজার ১১৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬ লাখ ৯৫ হাজার ৯৮৮।
শনিবার (১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭৬৪ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে এ রোগে মারা গেছেন ৩৬ হাজার ৫১১ জন। তাছাড়া, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লাখ ৯৪ হাজার ৩৭৪ জন। সুস্থতার হার ৬৪ দশমিক ৫২ শতাংশ।
ভারতে এখন পর্যন্ত ১ কোটি ৯৩ লাখ ৫৮ হাজার ৬৫৯ নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশটিতে গত এক সপ্তাহ ধরে দৈনিক ৪৫ হাজারেরও বেশি রোগী শনাক্ত হয়েছে।
করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, কর্ণাটক, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা ও গুজরাট।
বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, আগস্ট ০১, ২০২০
এফএম