ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

শান্তিতে নোবেলজয়ী জন হিউম আর নেই 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০২০
শান্তিতে নোবেলজয়ী জন হিউম আর নেই  জন হিউম

শান্তিতে নোবেলজয়ী উত্তর আয়ারল্যান্ডের বিখ্যাত রাজনীতিবিদ জন হিউম আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

 

সোমবার (০৩ আগস্ট) ভোরের দিকে লন্ডনেরির ওয়েন মোর নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  

প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে উত্তর আয়ারল্যান্ডের অন্যতম সর্বোচ্চ রাজনীতিবিদ ছিলেন হিউম। তিনি দেশটির বিভিন্ন সমস্যার সময় নতুন পরিবেশ সৃষ্টিতে সহায়তা করেছিলেন।  

হিউম ছিলেন সোশ্যাল ডেমোক্রেটিক এবং ১৯৭০ সালে প্রতিষ্ঠিত লেবার পার্টির (এসডিএলপি) প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। ১৯৭৯ সাল থেকে ২০০১ সালের নভেম্বর পযর্ন্ত দলটির নেতৃত্ব ছিলেন তিনি।

রাজনৈতিক সংকট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে অবদান রাখার জন্য ১৯৯৮ সালে উত্তর আয়ারল্যান্ডের আরেক রাজনৈতিক দল আলস্টার ইউনিয়নিস্ট পার্টির নেতা ডেভিড ট্রিম্বলের সঙ্গে যুগ্মভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন হিউম।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২০
ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।