ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দুর্নীতির অভিযোগে স্পেন ছাড়ছেন সাবেক রাজা জুয়ান কার্লোস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, আগস্ট ৪, ২০২০
দুর্নীতির অভিযোগে স্পেন ছাড়ছেন সাবেক রাজা জুয়ান কার্লোস জুয়ান কার্লোস

দুর্নীতির অভিযোগে স্পেনের সাবেক রাজা জুয়ান কার্লোস দেশ ত্যাগ করছেন বলে দেশটির রাজপ্রাসাদ সোমবার (৩ আগস্ট) এক ঘোষণা দিয়ে এই খবর জানিয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দুর্নীতির অভিযোগে একটি মামলায় জড়িত থাকার কারণে তদন্তের মুখোমুখি হওয়ার কয়েকদিনের মাথায় দেশটির সাবেক ৮২ বছর বয়সী ওই রাজা এ সিদ্ধান্ত নিয়েছেন।

জুয়ান কার্লোস তার পুত্র ফিলিপের মাধ্যমে তার দেশ ছাড়ার ঘোষণাটি দিয়েছিলেন। ছয় বছর আগে ছেলে ফিলিপের হাতেই তিনি দায়িত্ব দিয়ে অবসরে যান।

জুয়ান কার্লোস বলেন, যদি প্রসিকিউটরদের তার জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়, তাহলে যথাসময়ে তিনি হাজির হবেন।

এর আগে সৌদি আরবে দ্রুতগতির একটি রেলচুক্তি হওয়া দুর্নীতির সঙ্গে জুয়ান কার্লোসের জড়িত থাকার অভিযোগে গত জুনে একটি তদন্ত শুরু করে স্পেনের সুপ্রিম কোর্ট।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।